পবিত্র রমজানে সৌদি আরবে বেড়ে যায় গৃহকর্মীর চাহিদা। এসয় গৃহকর্মী নিয়োগের ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয় অনেকে। সম্প্রতি এ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে সৌদির শ্রম মন্ত্রণালয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তি সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা বলছেন, রমজানে গৃহকর্মীর চাহিদা বেড়ে যায়। এর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভুয়া বিজ্ঞাপন বেড়ে গেছে।
যাদের গৃহকর্মী প্রয়োজন তাদেরকে সরকারি মুসানেদ প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
কর্তৃপক্ষ বলছে, অননুমোদিত নিয়োগের বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রেখেছে।
সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে পরদিন ১ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।
Discussion about this post