কুয়েতে চলমান শৈত্যপ্রবাহে অতিমাত্রায় ঠান্ডায় প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমি অঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ সকলকে আবহাওয়া অফিস থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
কুয়েতে এ বছর সবচেয়ে কম তাপমাত্রা অনুভূত হয়েছে ফেব্রুয়ারিতে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান মেরুতে তীব্র শৈত্যপ্রবাহের ফলে কুয়েতের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে।
আবহাওয়াবিদ ইসা রমজান জানিয়েছেন, মাতারাবায় তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সালমিতে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। যদিও ওই দুই স্থানে প্রকৃত তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে কুয়েত সিটিতে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলেও প্রকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
কুয়েতে গত ৬০ বছরে এ রকম শীত দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
Discussion about this post