পবিত্র রমজান মাসে কুয়েতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ছুটির নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। এই নিয়ম অনুযায়ী, রমজানের শেষ ১০ দিন তারা কোনো ছুটি নিতে পারবেন না।
কুয়েতের আওকাফ এবং ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, রমজানের শেষ ১০ দিনে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খতিবদের প্রয়োজনীয়তা বেড়ে যায়। এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েত সরকারের ছুটির নতুন নির্দেশনায় আরও বলা হয়, ১ থেকে ১৯ রমজান পর্যন্ত মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খতিবরা সর্বোচ্চ চার দিনের বেশি ছুটি নিতে পারবেন না। তবে এ সময় তাদের বদলি কাউকে রাখতে হবে।
এছাড়াও কুয়েত সরকার রমজানজুড়ে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সাপ্তাহিক ছুটির দিন স্থগিত করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।
Discussion about this post