সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আমিরাতভিত্তিক অরাজনৈতিক ও মানবিক সংগঠন মীরসরাই সমিতি আমিরাতের ২০২৫-২৭ কার্যকরী কমিটির অভিষেক ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।
আমিরাতের আজমান প্রদেশের আল হেলিও এলাকার আল শামসি ফার্ম হাউজে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মীরসরাইবাসীসহ প্রায় দেড় হাজার প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল আনোয়ারকে সভাপতি ও সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক, নুর উদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে ১৯৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে ৬ সদস্যবিশিষ্ট পৃষ্ঠপোষক কমিটি নির্বাচিত করা হয়। অন্যদিকে প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারউল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে ২২ জনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নুরুল আলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপদেষ্টা জি এস গিয়াস, এম মোরশেদ, মো. সাঈদ, আব্দুল কাইয়ুম, পৃষ্ঠপোষক সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
Discussion about this post