একটি ভাষা যার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন মানুষ এমন উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৫২ সালে পাকিস্তানী অপশাসনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে কোনভাবেই মেনে নেননি বাঙ্গালিরা। তৎকালীন সরকারের ১৪৪ ধারার তোয়াক্কা না করেই প্রতিবাদের দামামা বেজে ওঠে ঢাকা শহরে। একপর্যায়ে নির্বিচারে সেইসব ছাত্র-জনতার উপর গুলি চালায় বর্বর পাকিস্তানি বাহিনী। ভাষার জন্য জীবন দিতে হয় রফিক,শফিক,সালাম,জব্বার,বরকতসহ নাম না জানা আরও অনেককে। তাই বিশেষ এই দিনটিকে বিশ্বব্যাপী পালন করা হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
এবার মহান এই দিবসটিকে কেন্দ্র করে ঘটলো এক বিরল ঘটনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সোশ্যাল হ্যান্ডেল এক্সে (টুইটার) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত।
সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলা ভাষায় বলেন, ‘মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।’
উল্লেখ্য,এই প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বক্তব্য দিলেন। তার এমন কাজে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই রাষ্ট্রদূত।
ভিডিওটি শেয়ার করে এক্সে একজন লিখেছেন, খুব সুন্দর করে বাংলা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রায়হান নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আপনার অসাধারণভাবে বাংলায় কথা বলার জন্য অনেক ভালোবাসা রইলো।
Discussion about this post