অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিয়াদে পতিতাবৃত্তির অভিযোগে তিন নারী প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে জেদ্দায় একটি বডি ম্যাসাজ সেন্টার থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেদ্দা পুলিশ জানায়, ওই বডি ম্যাসাজ সেন্টারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্স জানায়, দেশটিতে মোট জনসংখ্যার ৪৪ শতাংশই প্রবাসী।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছরের মাঝামাঝি সময়ে সৌদির স্থানীয় বাসিন্দাদের সংখ্যা ছিল ১ কোটি ৯৬ লাখ। একই সময়ে দেশটিতে প্রবাসী বাসিন্দাদের সংখ্যা ছিল এক কোটি ৫৭ লাখ।
Discussion about this post