শিশুদের অধিকার রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে ছেলে ও মেয়ের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ নির্ধারণ করেছে কুয়েত সরকার। দেশটির বিচারমন্ত্রী নাসের আল সুমাইত এ তথ্য জানিয়েছেন।
এর আগে কুয়েতে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৫। অপরদিকে ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল ১৭।
কুয়েত সরকার জানায়, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন এবং নারীদের বিরুদ্ধে সমস্ত ধরনের বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনসহ আন্তর্জাতিক পরিসরে তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে মেয়ে ও ছেলের বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েতের বিচারমন্ত্রী নাসের আল সুমাইত জানান, ২০২৪ সালে দেশটিতে ১ হাজার ১৪৫টি বাল্যবিবাহ হয়েছে।
গবেষণায় দেখা গেছে, কুয়েতে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশুদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর মানসিক ও সামাজিক পরিপক্কতা না থাকার কারণে এসব বিচ্ছেদের ঘটনা ঘটছে।
কুয়েতের বিচারমন্ত্রী জানান, তারা তরুণ-তরুণীদের সুরক্ষা, বিবাহবিচ্ছেদ হার হ্রাস এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
Discussion about this post