খুলনা ওষুধের সবচেয়ে বড় বাজার হেরাজ মার্কেটের পৃথক দুটি কমিটির পিকনিক ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে দুটি ওষুধের দোকানে হামলা ও এর মালিকদের হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ সমর্থিতদের সঙ্গে নিয়ে বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিএনপির মনিটরিং সেলে লিখিত অভিযোগ দিয়েছেন হেরাজ মার্কেট ব্যবসায়ীরা। হুমকি ও হামলার ভিডিও ফুটেজও জমা দিয়েছেন তারা।
অভিযুক্ত পিন্টু দাবি করেছেন, হুমকির কোনো ঘটনা ঘটেনি। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগ সমর্থিত গ্রুপ এসব অপতথ্য ছড়াচ্ছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই খুলনার ওষুধ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের হাতে। মার্কেটে বিএনপি সমর্থিত ব্যবসায়ীর সংখ্যা কম।
৫ আগস্টের পর হেরাজ মার্কেটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে একটি গ্রুপ। তারা নিষিদ্ধঘোষিত নগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ সুজাকে সভাপতি ও বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি করে।
Discussion about this post