শীতকালে (ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত) ওয়াটার গান এবং পানি ভর্তি বেলুন বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং পানি সম্পর্কিত ক্রিয়াকলাপের কারণে হওয়া ব্যাঘাত রোধ করতেই এই উদ্যোগ নিয়ে কুয়েত সরকার।
কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্তটি জননিরাপত্তা এবং উন্মুক্ত স্থানে পণ্যগুলোর অপব্যবহার সম্পর্কিত উদ্বেগের সমাধানের জন্য নেওয়া হয়েছে।
কুয়েত সরকার জানায়, শীতকালে এসব মালামাল কিনলে বা বিক্রি করলে জরিমানার সম্মুখীন হতে হবে। তবে কত অর্থ জরিমানা করা হবে তা বিবৃতিতে স্পষ্ট করেনি কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়।
Discussion about this post