সমস্ত প্রশংসা চির সম্মানিত ইহসানকারী মহান আল্লাহর জন্য । যিনি আমাদের উপর ইহসান কল্যাণ ক্ষমা ও রহমতের মাস দান করেছেন ।
সালাম ও দরুদ নাজিল হোক গোটা মানবজাতির জন্য রহমত মহানবী সাঃ ‘র উপর । শান্তি অবতীর্ণ হোক তাঁর পরিবার রাঃ, সাহাবীগণ রাঃ, তাবেঈনগণ রাঃ সহ সমগ্র মুসলিম জাতির উপর ।
আল্লাহকে ভয় করো এবং পারস্পরিক অবস্থা সংশোধন করে নাও । আল্লাহ ও তাঁর রসুলের সাঃ অনুসরণ করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো ।”
সূরা আল আনফাল ১
প্রিয় ভায়েরা !
আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করছি । যে মাসটি রজব ও মাহে রমজানের মধ্যবর্তী মাস । অর্থাৎ শা’বান মাস ।
এ মাস সম্পর্কে মহানবী সাঃ বলেছেন “ এ মাসটিতে মানুষ উদাসীন থাকে ! “
মুসনাদে আহমদ ২১৭৫৩
আল্লাহর রহমতের ঘ্রাণে উদ্ভাসিত হও । আল্লাহর কাছে তাঁর রহমতের অনেক ঘ্রাণ রয়েছে ।”
তাবরানী ৭১৯
মহানবী সাঃ বলেন “ শা’বান মাসে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় । আমি চাই যেনো আমার রোজা অবস্থায় আমার আমলনামা পেশ করা হয় ।”
সুনানে নাসাঈ ২৩৫৭
মা আয়েশা রাঃ বলেন “ আমি মহানবী সাঃকে মাহে রমজান ছাড়া আর কোন মাসে সম্পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং মাহে শা’বান ছাড়া অন্য কোন মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি ।”
ছহীহুল বোখারি
ছহীহ মুসলিম
১৫ শা’বান রাতে আল্লাহ সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দেন । মুশরিক ও বিদ্বেষী বান্দা ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ।”
সুনানে ইবনে মাজাহ ১৩৯০
সুতরাং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করবেন না ।
আত্মীয়দের সাথে যে কোন বিবাদ নিষ্পত্তি করে ফেলো ।”
সূরা আল আনফাল ১
কল্যাণের পথে কাজ করো । তবেই সফল হতে পারবে ।”
সূরা আল হজ্জ ৭৭
রজব হচ্ছে ক্ষেত ফলনের মাস । শা’বান হলো সেই ক্ষেতে পানি নিষ্কাশনের মাস আর মাহে রমজান হলো ফসল ঘরে তোলার মাস ।”
لطائف المعارف ٢٩٢
কোন কোন তাবেঈন বলেছেন “ শা’বান হলো ক্বারীদের মাস । কুরআন পাঠকের মাস । মাহে রমজানকে সামনে রেখে কুরআন পড়ার মানসিকতা গড়ে তুলতে হবে । এ শা’বান হলো মাহে রমজানের জন্য প্রস্তুতি পর্ব ।
মাহে রমজানে পবিত্র কুরআন নাজিল করা হয়েছে । মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট নির্দেশনাবলী । এ কুরআন সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরুপণকারী ।”
সূরা আল বাক্বারা ১৮৫
প্রিয় মুসল্লীগণ ! এ শা’বান মাসে অধিক পরিমাণে রোজা রাখুন এবং মহানবী সাঃ ‘র অনুসরণ করুন ।
ইয়া আল্লাহ ! অত্যাসন্ন মাহে রমজানের সমস্ত রোজা সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন ।
আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
Discussion about this post