সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১৫৮ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির জাতীয় দুর্নীতি বিরোধী সংস্থা (নাজাহা) জানায়, গত এক মাসের অভিযানে এই ১৫৮ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সরকারি কর্মকর্তারা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন হাইপ্রোফাইল প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সরকারি আর্থিক তহবিলের সুরক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধে সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের তদারকি করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা নাজাহা। এই ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।
২০১৭ সালের শেষের দিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। ২০২৩ সালে সৌদিতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। তখন সৌদি যুবরাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অপরাধীরারা কেউ বাঁচতে পারবে না।’
Discussion about this post