মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার ৭০০ রিঙ্গিত ( বাংলাদেশি মুদ্রায় ৪৬ হাজার ৩৫৯ টাকা) নির্ধারণ করা হয়েছে। গতকাল শনিবার থেকে নতুন এ ন্যূনতম মজুরি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, এ আদেশ বাস্তবায়নের পর মোট ৪ দশমিক ৩৭ মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম মজুরি এক হাজার ৭০০ রিঙ্গিত পাবেন। এই আদেশ পাঁচ বা এর অধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
তবে পাঁচজনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য এটি কার্যকর হবে আগামী ১ আগস্ট। তখন থেকে মালয়েশিয়ার সব নিয়োগকর্তাকে ন্যূনতম মজুরি আদেশ মেনে চলতে হবে। আদেশ মেনে চলতে ব্যর্থ হলে তা জাতীয় মজুরি আইন ২০১১ (আইন ৭৩২) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
গত অক্টোবরে ২০২৫ সালের বাজেট উপস্থাপনকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেন, অর্থনীতি পুনর্গঠন, জনগণকে আরও আরামদায়ক জীবনযাপনে অর্থপূর্ণ বেতন এবং মজুরি অর্জন করতে সরকার ন্যূনতম মজুরি বৃদ্ধি করবে।
তথ্যসূত্র: দ্য এজ মালয়েশিয়া
Discussion about this post