এবারের পবিত্র রমজান মাসে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম। গতকাল শুক্রবার দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ তাদের নাম প্রকাশ করে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজানে এশার নামাজের পর মূলত তারাবির নামাজ আদায় করা হয়।
সৌদির দুই পবিত্র স্থান মসজিদে হারাম বা গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন। এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এ বছর মক্কার গ্র্যান্ড মসজিদে যারা তারাবির নামাজ পড়াবেন—
- শেখ আব্দুর রহমান আস সুদাইস
- শেখ মাহের আল মুয়াইকলি
- শেখ আব্দুল্লাহ জুহানি
- শেখ বান্দার বালিলাহ
- শেখ ইয়াসির দাওসারি
- শেখ বদর আল তুর্কি
- শেখ ওয়ালিদ আল শামসান
Discussion about this post