সংযুক্ত আরব আমিরাতে জ্যোতির্বিজ্ঞানীরা শাবান মাসের চাঁদ দেখেছেন। এর অর্থ হলো পরবর্তী ইসলামী মাস আনুষ্ঠানিকভাবে ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। সুতরাং ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শাবান মাস।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, আজ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) ১৪৪৬ হিজরি সনের নতুন চাঁদ অর্থাৎ শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আবুধাবির আল খাতেম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সকাল সাড়ে ৯টায় চাদেঁর ছবি তোলা হয়েছিল। তখন সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।
আরবি ক্যালেন্ডারে শাবান মাস হলো বছরের অষ্টম মাস। এটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। কারণ এই মাসে পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নেয়ার সময়।
আরবি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়, যা চাঁদ দেখার উপর নির্ভর করে। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিকভাবে রমজান কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটিগুলো বৈঠক করবে। যদি এই দিনে দেখা যায়, তাহলে পবিত্র মাসটি পরের দিন শুরু হবে। এই বছর রমজান ১ মার্চ থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে- তবে এটি এখনও চাঁদ দেখার উপর নির্ভর করে।
Discussion about this post