জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে মালয়েশিয়ায় পালানোর সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম বলেন, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে বুধবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, মোস্তাককে ঢাকা থেকে আনার জন্য ইতোমধ্যে ডিবি পুলিশের একটি টিম রওনা হয়েছে। ঢাকা থেকে তাকে জয়পুরহাটে নেয়ার পর আদালতে পাঠানো হবে।
Discussion about this post