ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষাণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি।
এর আগে, দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে টানা বিক্ষোভ চলতে থাকে।
মিলোস ভুসেভিচ জানিয়েছেন, বর্তমান উত্তেজনা কমাতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরে উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ার পর থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।
একপর্যায়ে তা দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয় এবং পুরো দেশে ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছিল। বিশেষ করে ছাত্ররা এ বিক্ষোভে বেশি যুক্ত হয়েছিলেন। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন তারা।
রাজধানী বেলগ্রেডের একটি বড় মোড়ে ২৪ ঘণ্টা অবরোধের অবসান ঘটালে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আসে। তার আগের সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সাথে আলোচনার ইঙ্গিত দেন।
ভুসেভিচ বলেন, ‘আরো জটিল পরিস্থিতি এড়াতে ও সমাজে উত্তেজনা কমাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
জানা গেছে, ভুসেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় ওই ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময়ে স্টেশনের সংস্কারকাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে এক বছরের কম সময় প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।
সূত্র : আল-জাজিরা
Discussion about this post