রাজশাহীর চারঘাটে স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদ দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলার পাটিয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম, শিমুলিয়া গ্রামের শাহজাহান আলী, সেলিম হোসেন, নজমুল আলী, পলাশ আলী, শাহু সর্দার ও কাজিম উদ্দিন মোল্লা। আহতরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post