কাতারে শুক্রবার (২৪ জানুয়ারি) ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও অন্যান্য সেবা দিতে দূতাবাসের মোবাইল টিম কাজ করছেন। কাতারের ওয়াকরা শহরে ছুটির দিনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা দিয়েছে দূতাবাসের কর্মকর্তারা ৷
প্রবাসীরা ই-পাসপোর্ট সেবা, প্রবাসী কার্ড, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন ওয়াকরা শহরের প্রবাসী বাংলাদেশীরা।
এ সময়ে দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মাহাদি হাসান, লেবার কাউন্সিলর ড. মাসুদুল কবির, দ্বিতীয় সচিব নাসির উদ্দিনসহ দূতাবাসের কন্সুলার বিভাগের কর্মকর্তারা ৷
Discussion about this post