সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় আগামী সোমবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষকে জনগণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানোর জন্য অনুরোধ করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সৌদি জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার জন্য, নিরাপদ স্থানে থাকার এবং ওয়াদিসহ (উপত্যকা) যেখানে বন্যা হয় সেসব স্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। জনসাধারণকে বিভিন্ন মিডিয়া আউটলেটের মাধ্যমে ঘোষিত সরকারী নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।
অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত বেশিরভাগ অঞ্চলে বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মক্কা অঞ্চল। এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বালুঝড় হতে পারে। ইসলামের পবিত্রতম মসজিদের আবাসস্থল মক্কা শহরে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আল লিথ ও আল কুনফুদাহ এলাকায় এই আবহাওয়া থাকবে।
একইভাবে, রিয়াদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বালুঝড় হতে পারে।
সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের জাজান, আসির ও আল বাহারের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং এই অঞ্চলগুলোর পাশাপাশি পূর্ব প্রদেশের কিছু অংশে কুয়াশা পড়তে পারে।
উত্তরের সীমানা, আল জাওফ ও উত্তরে হায়েল অঞ্চলের কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা মদিনার কিছু অংশ, আল কাসিম ও পূর্ব প্রদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এনসিএম অনুসারে, লোহিত সাগর উপকূলের উত্তরাঞ্চলে বালুঝড় হতে পারে।
Discussion about this post