সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। প্রফেশনালদের জনপ্রিয় নেটওয়ার্ক লিংকডইনের একটি জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
লিংকডইনের গবেষণায় বলা হয়, অর্ধেকেরও বেশি চাকরিজীবী এখন বিশ্বাস করেন যে, এই দুটি দেশে চাকরি পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে। আর সংযুক্ত আরব আমিরতা ও সৌদিতে মানব সম্পদ বিভাগে কাজ করা ৪৬ শতাংশ কর্মী জানান, যোগ্য লোকবল নিয়োগ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।
গবেষণায় আরও বলা হয়, চাকরিপ্রার্থী বেশি থাকায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদির নিয়োগকারী সংস্থাগুলো কম বেতন ও প্রণোদনা দিতে চাইছে। প্রার্থীরা অনেকে চাকরির জন্য কম বেতনে এন্ট্রি লেভেল কর্মী হিসেবে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে।
লিংকডইন ক্যারিয়ার বিশেষজ্ঞ নাজাত আবদেলহাদি বলেন, ‘স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে, চ্যালেঞ্জিং চাকরির বাজারে নানা ধরনের পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করছেন। তবে এটি কার্যকর হচ্ছে না। আমাদের জরিপে মানব সম্পদ বিভাগের কর্মীরা জানিয়েছেন, চাকরির জন্য প্রার্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের আরও কৌশলী হতে হবে যাতে অন্যদের চেয়ে আলাদা হওয়া যায়। দক্ষতার সঙ্গে মেলে এমন চাকরির জন্য তাদের আবেদন করতে হবে।’
Discussion about this post