বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতের সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আগ্রাসী বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা, ‘বিএসএফ হামলা করে, বিজিবি কী করে, সীমান্তে হামলা হলে, জবাব দিবে বাংলাদেশ, দিল্লির আগ্রাসন, রুখে জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিজিবির প্রত্যক্ষ মদদে ভারতীয় মাফিয়া বাহিনী এবং উগ্র হিন্দুত্ববাদী জনগণ আজকের হামলা চালিয়েছে। দেশের বর্তমান সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যা ফ্যাসিস্ট হাসিনার সময়েও দেখা গেছে। গত ৫০ বছরে সীমান্তে যত হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। বিচার না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
Discussion about this post