বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকৃত লক্ষ্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা। এর জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে সব অপশক্তিকে পরাস্ত করে গণমানুষের ব্যাপক সমর্থন এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সংঘটিত করতে হবে। সে বিপ্লবের মাধ্যমে মানব রচিত সব মতবাদ তন্ত্রমন্ত্রের পতন ঘটবে, বাংলাদেশ হবে খেলাফত রাষ্ট্র। বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মামুনুল হক বলেন, দীর্ঘ শতাব্দীকাল ধরে আমরা আমাদের এই মাতৃভূমি আমাদের এই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা সাধনা ত্যাগ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদের আমরা দায়িত্ব দিয়েছি তারা বারবার জনগণকে প্রতারিত করেছে, জাতির সঙ্গে তাদের ওয়াদা, অঙ্গীকার এবং বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার জালিম সরকারের পতনের মধ্য দিয়ে আধিপত্যবাদী ভারতের সেবাদাসের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বিশ্ব-দরবারে জানান দিতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের যুবক ও তরুণ প্রজন্ম যদি রুখে দাঁড়ায় এবং দেশবাসী যদি তাদেরকে সমর্থন জোগায় তাহলে কোনো আধিপত্যবাদী শক্তি জাতির ওপর তার ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারে না।
Discussion about this post