বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ‘আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল। কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামনুল হক বলেন, ‘দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থা লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুবসমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, তা হবে দেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই।’
Discussion about this post