ফুটবল মহাতারকা লিওনেল মেসির অর্জনের শেষ নেই। শতশত পুরষ্কারের মালিক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় এবার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেডেল অব ফ্রিডম। মেসিসহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানবকল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়।
ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির জন্য এটি আরেকটি বিরল অর্জন। আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার পর থেকেই তিনি বিশ্বের নানা প্রান্তে স্বীকৃতি পেয়ে আসছেন। এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন করলেন মেসি, যা ফুটবলের বাইরেও তার বৈশ্বিক প্রভাব ও গ্রহণযোগ্যতার বড় স্বীকৃতি।
Discussion about this post