চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস (২৭) একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন কৈনপুরা এলাকায় দোকানের মোড়ে থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।জানা যায়, রিপন দাস নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্র লেইন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে চকবাজারে মেডিসিন সপ নামে একটি ফার্মেসিতে চাকরি করতো।
আটক রিপন এজাহারভুক্ত আসামি না হলেও অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ।চাতরী কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে জানান, কয়েকদিন থেকে জেলেপাড়া এলাকায় তাকে দেখা যায়। তবে কার বাড়িতে সে আত্মগোপনে ছিল সেটা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মো.রইচ উদ্দিন জানান, রিপন দাস এজাহারভুক্ত আসামি নয়।
তবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে বিধায় পুলিশের তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে তাকে শনাক্ত করা হয়েছে।
Discussion about this post