দেশিয় আমেজে সংযুক্ত আরব আমিরাত নবান্ন উৎসব উদযাপন ও বনভোজন করেছে বাংলাদেশ লেডিস ক্লাব।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটির আবুধাবি, দুবাই, রাস আল খাইমাহ, ফুজাইরাহ, শারজাহ ও আজমান থেকে নারীরা কমলা রংয়ের শাড়ি পরে এই উৎসবে যোগ দেন। পরিবার পরিজন নিয়েও আসেন কেউ কেউ। শিশুকিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।\
দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠাপুলির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাহারি ধরনের, নানা স্বাদের দেশিয় হরেক রকম পিঠাপুলি নিয়ে আসেন নারীরা। এতে স্থান পায়- ভাপা পিঠা, মাছ পিঠা, আতিক্কা পিঠা, দুধ চিতই, পিঠা ডালা, ভাপা পুলি, পাটি সাপটাসহ দেশিয় নানা ধরনের পিঠাপুলি। এ ছাড়া শিশু কিশোরদের চিত্রাংকন ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা।
Discussion about this post