লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের টিকা নেওয়ার পর একটি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। অসুস্থ ১৭ জন শিক্ষার্থীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১০ থেকে ১৪ বছরের মেয়েদের জরায়ুমুখ ক্যানসারের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধাঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথা ঘুরে পড়ে যায়। এরপর একে একে ১৭ জন ছাত্রীর মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকরা জানান, টিকা নেওয়ার কিছুক্ষণ পর প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শ্বাসকষ্টসহ নানা সমস্যা দেখা দিয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মোরশেদ আলম হিরু বলেন, টিকার প্রভাবে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, এতে তারা কিছুটা অসুস্থ হয়েছে। তবে তারা এখন সুস্থ আছে।
একই হাসপাতালের ইএমও ডা. কমলাশীষ রায় বলেন, এতে আতংকিত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের ১ লাখ ১২ হাজার কিশোরীকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হয়েছে লক্ষ্মীপুরে। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), ইউনিসেফ এবং ডাব্লিউএইচও’র সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
Discussion about this post