যথাযোগ্য মর্যাদায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন
আজ, (২৪ সেপ্টেম্বর ২০২৪) মঙ্গলবার ১২৪০ ঘটিকায় জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে ১৩১০ ঘটিকায় উক্ত অফিসারের মৃতদেহ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে, জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন এর উপস্থিতিতে ১৮০০ ঘটিকায় অফিসারের নিজ বাড়ি জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে যথাযোগ্য মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
Discussion about this post