ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসর অনেক সচিবসহ কর্মকর্তারা এখনো বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এর আগে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আহমদ আলী মুকিবসহ প্রবাসীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান রিজভী।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এদের (আওয়ামী লীগের) সাঙ্গপাঙ্গরা, সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে। অনেক সচিবসহ কর্মকর্তারা শেখ হাসিনার জন্য কাজ করেছেন। তারা এখনো আছে, তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন।
বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে- আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা বিলুপ্ত করেছেন কিন্তু ইউনিয়নের চেয়ারম্যানরা এখনো বহাল আছে কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ।
এদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদের হত্যা করেছে। এরা কেউ নির্বাচিত নয়, শেখ হাসিনা সিলেকশন করে তাদের নাম দিয়েছেন। তাহলে সেই ইউপি চেয়ারম্যানরা আজও টিকে আছে কি করে? এরা তো শেখ হাসিনার ভিত্তি হিসেবে কাজ করবে।
রুহুল কবির রিজভী বলেন, দেশের টাকা তো শেখ হাসিনার না। কিন্তু তিনি অবাধে লুট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার আমলে ১৬০ হাজার কোটি টাকা পাচার হয়েছে।
তার পরিবারের আত্মীয়-স্বজন, এমপি-মন্ত্রী এবং তার ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। শেখ হাসিনা যত দুর্নীতি করেছেন, খুন ও গুম করেছেন- তার বিচার দৃষ্টান্তমূলক হতে হবে। যাতে কোনো রাজনৈতিক দল জনগণের ওপর অত্যাচার করে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শুধু ঢাকায় যে মারা গেছে তা নয়, গ্রামগঞ্জেও মারা গেছে- তাদের মারার পেছনে এই ইউপি চেয়ারম্যানরা জড়িত। পুলিশের ছত্র-ছায়ায় আমাদের নেতাকর্মীদের তারা গুলি করেছে।
তারা কি করে এখনো থাকে? তৃণমূলে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায় অবিলম্বে তাদেরকে বাতিল করার আহ্বান জানাচ্ছি।
Discussion about this post