টানা বৃষ্টিতে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে সড়কের জঙ্গল সলিমপুর এলাকায় ৬ নম্বর ব্রিজের কাছে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে ওই এলাকায় সড়কের ফৌজদারহাটগামী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লেন দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে।
আজ শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ধসে পড়া পাহাড়ের মাটি সরাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএর) কর্মীরা কাজ করছেন। এতে সড়কের ওই লেনের পরিবর্তে বিপরীতমুখী লেন দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করছে।
Discussion about this post