বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানাতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি প্রবাসী।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দেয় সেই দেশের সরকার। ক্ষমা পাওয়ার পর অনেক প্রবাসী দেশে ফিরে আসতে শুরু করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ফেরা এমন ৭ প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এর আগে, ৭ সেপ্টেম্বর ফেরা আরও ১২ প্রবাসীকেও এই প্রতিষ্ঠানটি সংবর্ধনা দিয়েছিল।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুবাই থেকে জেল খেটে ফেরা এই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খাদ্য এবং জরুরি সহায়তা দেওয়া হয়।
দেশে ফেরা প্রবাসীদের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে সংবর্ধনা দেন ফাউন্ডেশনের এয়ারপোর্টের প্রবাসী বুথ সেবার অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জালাল উদ্দিন রুমি। পরে তাদের খাবার ও প্রযোজ্য ক্ষেত্রে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
প্রবাসীদের জন্য বিবিধ সেবা দিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আশ ফাউন্ডেশন মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের বিশেষ সেবা বুথ রয়েছে। আকামা নবায়ন করতে না পারাসহ বিবিধ কারণে জেল খেটে শূন্য হাতে অনেক প্রবাসী দেশে ফিরে আসেন। এদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক খাবার, এয়ারপোর্ট থেকে রেল স্টেশন বা বাস স্টেশনে যেতে পরিবহন সুবিধা, প্রয়োজনে ফাউন্ডেশনের মুসাফির খানায় রাত্রী-যাপন, হ্যালো হসপিটালের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা সবই পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে!
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দেশটির সরকার। তাদের মধ্যে ১২ জন শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। সে সময়ও তাদেরকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা, খাবার ও প্রযোজ্য ক্ষেত্রে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছিল।
Discussion about this post