ভারতের গুজরাটে ছয়তলা একটি ভবন ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। রোববার (৭ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত কয়েকদিনের বৃষ্টিতে শনিবার দুপুরে ভবনটি ধসে পড়ে। ওই ভবটির ৩০টি অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচটিতে বাসিন্দারা ছিল। ভবনটি ধসে পড়ার পরই রাতভর অভিযান চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।
দেশটির ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযান শেষ হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা ধ্বংসস্তূপের মধ্যে আর কেউ নেই। যারা মারা গেছেন তারা ভবনটির মধ্যে ঘুমে ছিলেন।
Discussion about this post