প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।
গত শুক্রবার মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে পবিত্র হজ পালন করতে আসা বাংলাদেশি হাজিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুগ্ম সচিব আরও বলেন, রাজউকসহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনেও প্রবাসী পল্লীর প্রকল্প হাতে নেয়া হবে। বিশেষ করে দেশে বৈধ উপায়ে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে।
মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার প্রবাসী বাংলাদেশীদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন আহ্বান জানান।
Discussion about this post