যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হওয়া চার বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নারীর আবারো জয় হয়েছে। তারা হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম।
বৃহস্পতিবার (৫ জুলাই) অনুষ্ঠিত হওয়া এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে আটজন, কনজারভেটিভ পার্টি থেকে দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেননি।
এদিকে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বিপুল সংখ্যক আসনে জয় পেয়েছে। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন রেকর্ডসংখ্যক মন্ত্রীও।
নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুসারে, লেবার পার্টি ৪১২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন দল লেবার পার্টি পেয়েছে ১২১টি আসন। এ ছাড়া ৭১টি আসন পেয়েছে লিবারেল ডেমোক্র্যাটস পার্টি। দেশটিতে সংখ্যাগিরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।
Discussion about this post