দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা কাজ করে যাচ্ছেন। আর প্রবাসী আয়ের বড় একটি অংশ আসে মদ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে। তবে সৌদি রেমিট্যান্স আয়ে বিভিন্ন সময় শীর্ষে থাকলেও তা ভাটা পড়ে এবার দেশে রেমিট্যান্স আয়ের শীর্ষে আরব আমিরাত।
সদ্য সমাপ্ত অর্থবছরে সবচেয়ে বেশি ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে। এ তালিকার শীর্ষে থাকা সৌদি আরব থেকে এসেছে ২ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ২৫ দশমিক ৯৫ শতাংশ কম।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এ তথ্য বলছে, ব্যাংকিং চ্যানেলে আসা রেমিটেন্স উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় শীর্ষ দেশ থেকে চতুর্থ অবস্থানে নেমে গেছে সৌদি আরব।
প্রবাসী আয় পাঠানোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে সদ্য সমাপ্ত অর্থবছরে ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিটেন্স পাঠানোয় তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ১ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
সদ্য সমাপ্ত অর্থবছরে শীর্ষ থেকে চতুর্থ অবস্থানে নেমে যাওয়া সৌদি আরব থেকে ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগের ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্সের প্রবাহ ছিল ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।
Discussion about this post