ফিলিস্তিনের গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়ার এক বোন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো দাবি করেছে, শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় হামাসপ্রধানের বোনসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
হামাস জানিয়েছে, এর আগে গত এপ্রিলে ঈদুল ফিতরের দিনে হানিয়ার তিন ছেলেকে হত্যা করে ইসরায়েল। হামাসের ভাষ্যমতে, তার চার নাতি-নাতনিও (তিন মেয়ে ও এক ছেলে) নিহত হয়। ঈদের দিনে একটি বেসামরিক গাড়িতে চড়ে শাতি শরণার্থী শিবিরে এক স্বজনের বাড়িতে যাচ্ছিলেন হানিয়ার ছেলে, নাতি-নাতনিরা। এ সময় ওই গাড়ি লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করে।
Discussion about this post