প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। এর মাঝেও মুসলমানদের দ্বিতীয় খুশির দিন পবিত্র ঈদুল আজহায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৪০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। রবিবার এ তথ্য জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াক্ফ।
ওয়াফা সংবাদমাধ্যমের খবর, ইসরায়েলি বাহিনীর কড়াকড়ির পরও আল-আকসায় হাজারো মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর ব্যাপক তল্লাশির পরও শিশুসন্তানকে নিয়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছেন এই ব্যক্তি।
Discussion about this post