কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটিতে ১৭ মার্চ থেকে শুরু হওয়া তিন মাসের সাধারণ ক্ষমার মেয়াদ ছিল ১৭ জুন পর্যন্ত। সেটা বাড়িয়ে এখন ৩০ জুন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে কুয়েত টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্বের নির্ধারিত সময়ে যেসব অবৈধ প্রবাসী বৈধ হতে পারেনি অথবা বিভিন্ন কারণে দেশে যেতে ব্যর্থ হয়েছে তাদের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে।
চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে কঠোর অভিযানে নামবে কুয়েত সরকার। এমনকি যারা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও নেয়া হবে বিশেষ ব্যবস্থা। আরোপ করা হবে ৬০০ দিনার জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড।
এসব প্রবাসীদের বৈধ হতে অথবা দেশ ছাড়তে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে কুয়েত প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাস্তার পাশে বিল বোর্ডে বিভিন্ন ভাষায় দেখা মিলছে এসব প্রচারণা।
অবৈধ প্রবাসীরা এই সময়ে কুয়েত না ছাড়লে জরিমানাসহ আটক করা হবে তাদের। এরপর স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। অন্যদিকে সাধারণ ক্ষমায় দেশে ফিরলে নিয়মতান্ত্রিকভাবে নতুন ভিসায় পুনরায় কুয়েত প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা।
Discussion about this post