বাংলাদেশের বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপ শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) দিবাগত রাতে শহরতলীর মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপ শাখায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ।
ব্যাংকে এই উপ শাখায় ম্যানেজারসহ ২ কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে ব্যাংকের এই উপ শাখায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে কর্মকর্তারা চলে যায় । বৃহস্পতিবার সকালে কমকর্তারা শাখায় এসে দেখে সিন্দুক ভাঙ্গা। ভেতরে টাকা নেই। তখন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখা থাকলেও রাতে কোন নৈশ্য প্রহরী ছিল না। এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
Discussion about this post