গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি আরও চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি অভিযানের সময় এই চারজন একসঙ্গে মারা গেছেন। তবে তাদের লাশ এখনো হামাসের হাতে রয়েছে।
নিহত চারজন হলেন, ব্রিটিশ-ইসরাইলি নাদাভ পপলওয়েল (৫১), চাইম পেরি (৭৯), ইয়োরাম মেটজগার (৮০) ও আমিরাম কুপার (৮৫)। তারা সবাই পুরুষ।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তারা এই বিষয়টি নিশ্চিত হয়েছেন।
তিনি বলেন, খান ইউনিস এলাকায় হামাসের বিরুদ্ধে আমাদের অভিযানের সময় তারা চারজন একসঙ্গে নিহত হয়েছেন। তবে তিনি এই বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেননি।
সূত্র: বিবিসি
Discussion about this post