ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে বুধবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার তারা এ কথা জানায়। নিউজ নয়া দিগন্ত
ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনা সদস্যরা বুধবার ‘যুদ্ধে’ নিহত হয়েছে, তবে সেনাবাহিনী তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
গত বছরের ২৭ অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় সামরিক অভিযানে ২৭৮ সেনা সদস্য নিহত হয়েছে।
সূত্র : বাসস
Discussion about this post