সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বসবাস বা কাজের অনুমতি না থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৯৮৭ জনের বিরুদ্ধে রেসিডেন্সি আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি-লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩৬৭ জন এবং ২ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়।
যাদের মধ্যে ৬১ শতাংশ ব্যক্তি ইথিওপিয়ার নাগরিক। এ ছাড়া ইয়েমেনের নাগরিক রয়েছেন ৩৬ শতাংশ। এরবাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।
জেআই/
Discussion about this post