টানা ভারী বৃষ্টিপাতের কারণে আফ্রিকার দেশ কেনিয়ায় অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। দেশটির রাজধানী নাইরোবির উত্তরাঞ্চলে পানির চাপে বাঁধ ভেঙে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, ভারী বৃষ্টির কারণে পানির প্রবল চাপের কারণে একটি বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়। এতে অনেক ঘরবাড়ি ও যানবাহন ভেসে গেছে। মারা গেছেন অন্তত ৪২ জন। কাদায় এখনও অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
Source:
আরটিভি অনলাইন
Discussion about this post