কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণে ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কম্বোডিয়ার দক্ষিণাঞ্চলীয় কাম্পং স্পেউ প্রদেশে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে এবং প্রধানমন্ত্রী হুন মানেট বলেছেন, তিনি এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।
অবশ্য বিস্ফোরণের কারণ ঠিক কী সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মানেট বলেছেন, তিনি নিহত সৈন্যদের পরিবারের প্রতি তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, একটি অফিস বিল্ডিং এবং আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এছাড়া আশপাশের ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানেট বলেছেন, কর্তৃপক্ষ জরুরিভাবে এই ঘটনায় নিহত সৈন্যদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করবে এবং অর্থ প্রদান করবে।
নিহতদের পরিবার ২০ হাজার মার্কিন ডলার করে পাবে, আর আহত সৈন্যরা পাবে ৫ হাজার মার্কিন ডলার করে। তিনি বলেন, আমি সৈন্যদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে চাই, এবং সৈন্য ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
Discussion about this post