ইসরাইলি হামলায় আহত এক শিশুর মুখে ২০০টি সেলাই দিতে হয়েছে। শিশুটির বয়স মাত্র এক বছর।
শুক্রবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর বয়সী সানাদ আল-আরাবির বাড়িতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে তার পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে সানাদ। তার মুখে ২০০টি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার বাম হাতটাও আঘাতে অকেজো হয়ে গেছে। সেজন্য তা কেটে ফেলতে হয়েছে।
সূত্র : আল জাজিরা
Source:
নয়া দিগন্ত
Discussion about this post