গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) গাজায় ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণ কর্মী নিহতের ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজায় ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর হামলার ঘটনা ভুলবশত ঘটেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় যুদ্ধের মধ্যে এধরনের ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা সত্ত্বেও গত সোমবার দেইর আল বালাহর একটি গুদাম থেকে বের হওয়ার সময় দলটি এই হামলার শিকার হয়। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণের গাড়িতে হামলায় নিহত সাত কর্মীরা হলেন- যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকসহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনের নাগরিক।
গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি কমিয়ে আনতে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এ ঘটনার পর আরও বেশি চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, দুর্ভাগ্যবশত, গতকাল (১ এপ্রিল) একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বাহিনী অনিচ্ছাকৃতভাবে গাজা উপত্যকায় বেসামরিকদের ক্ষতি করেছে। যুদ্ধে এমনই হয়। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং সরকারের সঙ্গে যোগাযোগ করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা সবকিছু করব।
ইসরায়েলি সামরিক বাহিনী এ ঘটনায় একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।
জেআই/
Discussion about this post