রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে পথচারীরা বিনামূল্যে ধার নিতে পারছেন ‘স্মার্ট ছাতা’। যৌথভাবে এ পরিষেবা দিচ্ছে শহরটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ও কানাডার স্মার্ট ছাতা পরিষেবা সংস্থা অ্যামব্রাসিটি। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস
শহরে পথচারীদের চলাচল আরো স্বাচ্ছদ্যপূর্ণ করতে চমকপ্রদ একটি উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই কর্তৃপক্ষ। পরিষেবাটি প্রাথমিকভাবে তিন মাসের জন্য আল ঘুবাইবা মেট্রো স্টেশনে চালু করা হয়েছে।
বর্তমানে আল ঘুবাইবা বাস ও মেট্রো স্টেশন থেকে স্মার্ট ছাতা ধার নেয়া যাচ্ছে। দুবাইয়ের ফুটপাতকে আরো বেশি চলাচলবান্ধব করা জন্য এ পরিষেবার পরিকল্পনা করা হয়েছে। এতে বাসিন্দা ও দর্শনার্থীরা রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করে গন্তব্যে যেতে পারবেন।
‘দুবাই ২০৪০ আরবান মাস্টার প্ল্যানের’ মাধ্যমে শহরটিকে আরো টেকসই, স্বাস্থ্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি রয়েছে কর্তৃপক্ষের। স্মার্ট ছাতা প্রকল্পটিও এর আওতাধীন। যাত্রীরা সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের দেয়া কার্ড ব্যবহার করে ছাতা ধার নিতে পারবেন।
এ পরিষেবা বিশেষত ‘২০ মিনিটের শহর’ ধারণার জন্য সংগতিপূর্ণ। এতে ২০ মিনিটের রাস্তার মাঝে দৈনন্দিন প্রয়োজনগুলো মেটাতে পারবেন এর বাসিন্দারা।
এ বিষয়ে পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির ট্রান্সপোর্টেশন সিস্টেমের পরিচালক খালেদ আল আওয়াধি বলেন, ‘কার্ড ব্যবহার করে বিনামূল্যে স্মার্ট ছাতা ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে আমার দুবাইজুড়ে থাকা মানুষের প্রাণবন্ত ও স্বাস্থ্যকর জীবনযাপনে অবদান রাখতে যাচ্ছি। খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস
Discussion about this post