পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আকৃতিতে নির্মিত প্রধান ফটকের দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য খেজুর গাছ। ছায়াঘেরা পরিবেশের সাথে মায়ার প্রতিচ্ছবি মসজিদজুড়ে। তিনতলা বিশিষ্ট এ মসজিদের প্রবেশ ফটক ছয়টি। সামনের ফটকের দৃষ্টিনন্দন সরু দুটি সিঁড়ি সহজেই আকৃষ্ট করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ প্রবাসী বাংলাদেশি ও দর্শনার্থীদের।
পবিত্র রমজান মাস আসলেই মালদ্বীপের রাজধানী পার্শ্ববর্তী হুলহুমালের এই মসজিদ রাশেদে মুসল্লিদের আনাগোনা আরও বেড়ে যায়। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদটির সৌন্দর্য নজর কাড়ে মুসল্লিদের। মসজিদটির সড়কের একপাশে রয়েছে সেন্ট্রাল পার্ক, আর অন্যপাশে পর্যটন মোটেল।
মালদ্বীপের আরসিসি কোম্পানির প্রতিষ্ঠাতা আবদুল রশিদের স্মরণে মসজিদটি নির্মাণ করা হয়। এতে ১২০০ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সৌরশক্তিতে চালিত মসজিদটিতে নারীদের জন্য একটি উইং এবং বিশাল একটি গাড়ি পার্কিং এলাকা রয়েছে। মসজিদটি সম্পূর্ণ মালিকানাধীন হলেও বিগত সরকারের শেষ সময়ে সাবেক প্রসিডেন্ট এর উদ্বোধন করেন।
মসজিদটিতে রমজান মাসে নামাজ আদায়ের জন্য প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি অসংখ্য প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। নিউজ সময়টিভি অনলাইন।
Discussion about this post