পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। তবে, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় হামলার চেষ্টাটি ব্যর্থ হয়ে গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের।গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। খবর ডনের।
স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারী অস্ত্র ও গোলাবারুদসহ কারাগারে ঢুকেছিলেন হামলাকারীরা। পরে তাদেরকে আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আটক সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে এসেছিলেন বলে জানিয়েছেন রাওয়ালপিন্ডি পুলিশের এক মুখপাত্র।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সৈয়দ খালিদ হামদানি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-স্বয়ংক্রিয় ভারী অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং জেলের মানচিত্র। জেলখানার আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
জেআই/
Discussion about this post