সম্পূর্ণ নতুন আঙ্গিকে মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে যাত্রা শুরু করলো রফ রফ ফ্যাশন। রোববার (৩রা মার্চ) উপজেলার আবুতোরাব বাজারের ভূঁইয়া মার্কেটে অবস্থিত রফ রফ ফ্যাশনের ২য় শাখার দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই বাজারে সুনামের সাথে মান ও রুচিশীল পণ্য বিক্রয়ের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখেন। সে ধারাবাহিকতার অংশ হিসেবে এবার ২য় শাখার উদ্বোধন করেন। নিত্য নতুন কালেকশন ক্রেতাদের রুচি সম্মত কাপড় রাখেন বলে প্রতিষ্ঠানটির ক্ষ্যাতি রয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, নতুন আঙ্গিকে দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশী কাপড়ের বাহারি পোশাকে সাজিয়েছি। এখানে ছেলে-মেয়েদের পোশাক ছাড়াও ছোট-বড় সব বয়সিদের সহ বিভিন্ন উন্নত মানের পোশাক পাওয়া যাবে। আমরা অতীতের ন্যায় আগামীতেও আমাদের সুনাম ও পণ্যের মান ঠিক রেখে আমাদের ব্যবসা চালিয়ে যাবো ইনশা-আল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। এসময় উপস্থিত ছিলেন, আবুতোরাব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ভুঁইয়া, অজি উল্লাহ, করিম ভুঁইয়া, অহিদুল ইসলাম ভুঁইয়া, সাইফুল ইসলাম, পারভেজ রানা, রেজাউল করিম, আরিফ হোসেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয় প্রমুখ।
Discussion about this post